ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন ইউটিউবার হিরো আলম।
শনিবার (১ এপ্রিল) বিকেলে হিরো আলম ডিবি কার্যালয়ে যান বলে নিশ্চিত করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার। এর বাইরে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ডিবির এই কর্মকর্তা।
তবে ডিবির একটি সূত্রে জানা গেছে, হিরো আলম হয়ত তার ব্যক্তিগত কাজে ডিবিতে এসেছেন। কী কারণে ডিবিতে এসেছেন এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।