পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের ভিত্তিতে অভিন্ন মান দন্ডের ভিত্তিতে জেলার কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ এএসআই (নিঃ) ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার/জনাব মোঃ আফছার আলী, সদর থানা; শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ/জনাব এস এম জাহিদ ইকবাল, রাণীশংকৈল থানা, ঠাকুরগাঁওগণকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইনশৃংখলার উন্নতি অব্যাহত রাখায় ওসি এস এম জাহিদ ইকবালকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল; পিবিআই; হাইওয়ে; সিআইডিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, রাণীশংকৈল থানায় ওসি হিসেবে এসএম জাহিদ ইকবাল যোগদানের পর থেকে পুর্বের তুলনায় আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। ওয়ারেন্টের আসামীদের গ্রেফতার, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতারসহ নানা কাজে ভূমিকা রাখে।
এর আগেও ঠাকুরগাঁও জেলা পুলিশের গত এপ্রিল মাসে সামগ্রিক কর্ম মূল্যায়নে রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।