নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ রোববার সকাল ছয়টার দিকে রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন—রায়পুরার মাহমুদাবাদের মেশিনঘর এলাকার সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের মো. সিদ্দিক (৬২) ও বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কালাম (৪০)। নিহত অপর ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা অতিক্রমের সময় স্থানীয় পেট্রল পাম্প থেকে জ্বালানি নিয়ে ফেরা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে ট্রাকটি মহাসড়ক থেকে ১৫ গজ দূরত্বে একটি সবজি বাজারে গিয়ে উল্টে যায়। এ সময় এর নিচে চাপা পড়েন অন্তত পাঁচজন সবজি ক্রেতা-বিক্রেতা। তাঁদের মধ্যে দুই সবজি বিক্রেতার মৃত্যু হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নূর হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন অটোরিকশার যাত্রী, দুজন সবজি বিক্রেতা। ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।
এর আগে গত ৩০ জুন রায়পুরার মাহমুদাবাদ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন সবজির ক্রেতা-বিক্রেতা নিহত হন।