1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
৫৭০ কোটি টাকার মিডফিল্ডার কিনছেন গার্দিওলা - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন

৫৭০ কোটি টাকার মিডফিল্ডার কিনছেন গার্দিওলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৭৮ বার দেখা হয়েছে

নতুন ‘অস্ত্রে’ সজ্জিত হয়ে হাজির হচ্ছে চেলসি, আর্সেনাল, টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোও। সন্তুষ্টচিত্তে বসে থাকার সময় নেই মোটেও। সঙ্গে পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জেতার কাজটাও যে এখনো বাকি!

সে লক্ষ্যে পেপ গার্দিওলা কিছুদিন আগেই বরুসিয়া ডর্টমুন্ড থেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হরলান্ডকে দলে ভিড়িয়েছেন। শুধু হরলান্ডকে দলে টেনেই ক্ষান্ত হচ্ছেন না এই স্প্যানিশ ম্যানেজার।সিটি ছেড়েছেন ফার্নান্দিনিও

বহু বছর ধরে গার্দিওলার কৌশলের অন্যতম অংশ ছিলেন দলের অধিনায়ক ফার্নান্দিনিও। ব্রাজিলিয়ান এই তারকা গত মৌসুম শেষ হওয়ার পরই ঘোষণা দিয়েছেন, আর নয়। সিটি ছাড়ার সময় এসেছে তাঁর।

ফার্নান্দিনিওর ফেলে যাওয়া জায়গা পূরণে এবার প্রায় পাঁচ কোটি পাউন্ড খরচ করছেন গার্দিওলা। লিডস ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার ক্যালভিন ফিলিপসকে দলে টানছেন তিনি। লিডসকে মূল দলবদল ফি বাবদ ৪ কোটি ২০ লাখ পাউন্ড দেবে সিটি, বাকি ৮০ লাখ পাউন্ড লিডস পাবে বিভিন্ন পারফরম্যান্স–ভিত্তিক শর্তপূরণ সাপেক্ষে। বাংলাদেশি হিসেবে সব মিলিয়ে খরচটা প্রায় ৫৭০ কোটি টাকার সমান।ক্যালভিন ফিলিপস

২৬ বছর এই মিডফিল্ডার বহুদিন ধরেই ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। গত ইউরোতে ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার ডেকলান রাইসের সঙ্গে ইংল্যান্ডের মাঝমাঠ সামলেছেন ফিলিপস। কিছুদিন আগেই বায়ার্ন থেকে স্প্যানিশ মিডফিল্ডার মার্ক রোকাকে কিনেছে লিডস।

ফিলিপস চলে যাওয়ার ফলে রোকা ছাড়াও আরেকজন মিডফিল্ডার কিনতে পারে দলটা। সে ক্ষেত্রে জার্মান ক্লাব লাইপজিগের মিডফিল্ডার টাইলার অ্যাডামস হতে পারেন লিডস কোচ জেসি মার্শের পছন্দের খেলোয়াড়।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »