1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
স্ত্রীর পরকীয়া প্রেমের জের প্রেমিককে হত্যা, গ্রেফতার ২ - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

স্ত্রীর পরকীয়া প্রেমের জের প্রেমিককে হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া প্রেমের জের ধরে সুজন ফকির নামের ইজিবাইক চালককে হত্যার মূল পরিকল্পনাকারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (১৭ অক্টোবর) রাতে নাটোর জেলার বাগাতিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

 

 

গ্রেফতারকৃতরা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আব্দুল মজিদ ও সরাসরি অংশগ্রহণকারী তার ভাতিজা মোয়াজ্জেম হোসেন। তারা দুইজনই সদর উপজেলার ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার বাসিন্দা।

 

 

 

 

 

 

 

 

 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

 

 

 

তিনি জানান, আব্দুল মজিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার ইজিবাইক চালক বিবাহিত পুরুষ সুজন ফকিরের পরকীয়া প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। প্রায়ই তারা দেখা করতো। বিষয়টি ধরা পড়লে মজিদ ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য সম্পর্কের অবনতি ঘটে। এর জের ধরে আবদুল মজিদ তার ভাতিজা মোয়াজ্জেম হোসেনকে নিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক সুজন ফকিরকে হত্যার পরিকল্পনা করেন।

 

 

 

সেই পরিকল্পনা অনুযায়ী সুজনকে হত্যা করতে গত ১৬ অক্টোবর সকালে মজিদ তার ভাতিজা মোয়াজ্জেম ও মোয়াজ্জেমের খালাতো ভাই হাসানকে নিয়ে রাস্তায় ওত পেতে থাকে। পরে মজিদ মোবাইলে ফোন করে সুজনকে দেখা করতে বলেন। সুজন আসার পর মজিদ ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় সুজনকে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

র‌্যাব-১১ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সুজনের ছেলে সজিব ফকির বাদি হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাবও। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্তসহ তাদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব নাটোরে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি।

 

 

 

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত ও মামলার অপর আসামি হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »