কক্সবাজারের টেকনাফে শেষ ইউপি সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে মালিকবিহীন ১ লাখ ৭৫ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন কোস্টগার্ড লে. কমান্ডার এম তারেক আহমদের নেতৃত্বে একটি দল সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের ছেঁড়া দ্বীপে অভিযানে নামে। পরে ফিশিং বোট বহনকারী মাদক পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি বস্তা নাফ নদীতে ফেলে দিয়ে মিয়ানমারের জলসীমায় চলে যায়।
সেন্টমার্টিন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার মফিজ তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, জব্দকৃত ইয়াবার বস্তা সেন্টমার্টিন দ্বীপের উপকূলে এনে লোকজনের সামনে গণনা করা হয়। জব্দকৃত বস্তায় ১ লাখ ৭৫ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তরপূর্বক একটি মালিকবিহীন মামলা রুজু করা হয়েছে।