ইসরায়েলি বসতির উত্তরে ভূমধ্যসাগরের তলদেশে ৯’শ বছরের আগের একটি তলোয়ারের খোঁজ পাওয়া গেছে। একজন ইসরায়েলি ডুবুরি সাগরের তলদেশ থেকে ক্রুসেডের সময়কার এই বড় তলোয়ারটি খুঁজে পেয়েছেন বলে জানাচ্ছেন ইসরায়েলি গবেষকরা। ইসরায়েলের অ্যাটলিট থেকে শ্লোমি ক্যাটজিন নামের ওই ডুবুরি ভূমধ্যসাগরীয় সমুদ্রতটে প্রাচীন অস্ত্রটির পাশাপাশি বেশ কিছু পুরাকীর্তি পেয়েছেন। যার মধ্যে রয়েছে পাথরের নোঙ্গর, ধাতুর তৈরি নোঙ্গর এবং মৃৎপাত্রের টুকরো ইত্যাদি। তলোয়ারটির ব্লেডটি ৩৯ ইঞ্চি লম্বা এবং প্রায় ১২ ইঞ্চি একটি হাতল রয়েছে , এটি সম্ভবত ক্রুসেডার নাইট যোদ্ধার হবে বলে মনে করছেন গবেষকরা ।ক্যাটজিন এই তলোয়ারটি সমুদ্রের তলদেশের বালির নীচে আরও চাপা পড়ার আশঙ্কায় তীরে তুলে এনেছিলেন। এরপর তিনি ইসরায়েল কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং তাঁকে “দায়িত্বশীল নাগরিক ” -এর সম্মাননা প্রদান করা হয়। এই তরবারি আবিষ্কারকে বিরল বলে ব্যাখ্যা করেছেন ইসরায়েল আন্টিক অথরিটির (আইএএ) ডাকাতদমন শাখার ইন্সপেক্টর নীর ডিস্টিলফেল্ড। তাঁর মতে এটি স্পষ্টতই একজন নাইট যোদ্ধার।