কুষ্টিয়া সদর উপজেলার জগতি বিআইডিসি বাজারসংলগ্ন রেললাইনের উপর গার্মেন্টস ব্যবসার অন্তরালে চলছে সুমনের অবৈধ মাদক ব্যবসা। রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হতে আগত প্রায় দেড় যুগ পূর্বে কুষ্টিয়ার বিআইডিসি রেললাইনে পাশে অবৈধভাবে বসতি স্থাপন করে সুমন খান। জগতিতে নানাবাড়ির সুবাদে এসে এখানেই স্থায়ীভাবে বসতি স্থাপন করেন পাংশা উপজেলার বাসিন্দা মাদক ব্যবসায়ী সুমন খান।
জগতির বিআইডিসি বাজারসংলগ্ন রেললাইনের উপর স্থানীয় কিছু প্রভাবশালী লোকের সহায়তায় অবৈধভাবে জায়গা দখল করে ঘরবাড়ি নির্মাণ করে মাদক ব্যবসায়ী সুমন।পরবর্তীতে, সেখানেই জগতি রেলওয়ের যোগসাজশে কায়দা করে ঘরবাড়ি নির্মাণ করেন সুমনের পরিবার।
অনুসন্ধানে জানা যায়,মাদক ব্যবসায়ী সুমন খান দীর্ঘদিন ধরে এলাকায় ও এলাকার বাইরে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিলর ব্যবসা করে আসছে।
মাদক ব্যবসায়ী সুমন খান ইতিপূর্বে প্রশাসনের কাছে গ্রেপ্তার হলেও অজানা ইশারায় জেল থেকে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন,মাদক ব্যবসায়ী সুমন খান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেদারসে চালিয়ে যাচ্ছে তার মাদক ব্যবসা।
এলাকাসূত্রে আরো জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর থেকে তার দোকানের পাশে রেললাইনের উপর বসে মাদকের আসর। এলাকা ও এলাকার বাইরে থেকে উঠতি বয়সী যুবকরা মাদক ব্যবসায়ী সুমনের কাছ থেকে গাজা, ইয়াবা,ফেনসিডিল সংগ্রহ করে। কিছুদিন পূর্বেও, মাদক ব্যবসায়ী সুমন মাদক ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ প্রশাসনের কাছে হাতেনাতে গ্রেপ্তার হয়।
তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে সুমন খানের সাথে কথা বলতে চাইলে তিনি নিজেকে কথিত সাংবাদিক হিসেবে পরিচয় দেন, এবং বলেন আপনাদের মত অনেক সাংবাদিক নেতা আছে আমার খুব কাছের বন্ধু।
তিনি আরো বলেন, আপনাদের কাছে প্রমাণ থাকলে নিউজ করে দেন, তবে ভিত্তিহীন নিউজ হলে আমি আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করব।
এ জাতীয় আরো খবর ....