1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৯৩ বার দেখা হয়েছে

নেদারল্যান্ডসকে ১০৬ রানেই গুড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপের মিশন শুরু করল আইরিশরা।

সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ড।  সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আয়ারল্যান্ড।

দলের জয়ে ২৯ বলে ৫টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন গ্যারেথ ডিলানি। এছাড়া অপরাজিত ৩০ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার পল স্টারলিং।

এদিন প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে পড়ে যায় তারা। স্কোর বোর্ডে ১ রান জমা করেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুপার। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি।

দলীয় ২২ রানে ফেরেন বাস ডি লিড। ২ উইকেটে ৫১ রান করা নেদারল্যান্ডস এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ১০ ওভারে বোলিংয়ে এসে চার বল ৪ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন কার্টিস ক্যাম্পার।

তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ফন ডার মারউই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে চার বলে ৪ উইকেট শিকারের নজির স্থাপন করেছেন শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

ইনিংসের একিবারে শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পিটার সিলার, লগান ফন বিক ও ব্রেন্ডন গ্লোভারকে সাজঘরে ফেরান মার্ক এইডার।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০৬/১০ ( ম্যাক্স ও দাউদ ৫১, পিটার সিলার ২১; কার্টিস ক্যাম্পার ৪/২৬, মার্ক এডায়ার ৩/৯)।

আয়ারল্যান্ড: ১৫.১ ওভারে ১০৭/৩ (গ্যারেথ ডিলানি ৪৪, পল স্টারলিং ৩০*)।

ফল: আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »