মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে এন্টি টেররিজম ইউনিট।
গ্রেফতার মো. শামীম (২৭) শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালায় পুলিশের বিশেষ টিম এন্টি টেররিজম ইউনিট। তারা সরকার কতৃর্ক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমকে আটক করে থানা নিয়ে যায়।
বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মো. শামীমের ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে দুপুরে আদালতে তোলা হবে বলে জানা গেছে। এন্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবেন।
ওসি আরও জানান, গ্রেফতার শামীম বর্তমানে এন্টি টেররিজম ইউনিটের হেফাজতে রয়েছেন।