শুল্ক ও কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
দিলদার হোসেন সেলিমকে একমাত্র আসামি করে মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন ২৮ ফেব্রুয়ারি আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিক ১ মার্চ অভিযোগপত্রে স্বাক্ষর করেন। মঙ্গলবার আদালতের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ স্বর্ণ ও হিরা জব্দের ঘটনায় এবং এসব মূল্যবান ধাতু কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে গুলশান থানায় দুইটি, ধানমন্ডি, উত্তরা ও রমনা থানায় একটি করে মামলা করা হয়।
দিলদার হোসেন সেলিম বনানীতে রেইন ট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা।
এই স্বর্ণব্যবসায়ীর ‘অবৈধ সম্পদ’ খুঁজতে তার প্রতিষ্ঠানের পাঁচটি বিক্রয়কেন্দ্রে ২০১৭ সালের ১৪ ও ১৫ মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কোয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৫ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরা সাময়িকভাবে জব্দ করা হয়।