তোমার আমার মাঝেও কিছু ভালোবাসা আছে,
মনের মাঝে কিছু অদৃশ্য সুতোর জাল বোনা আছে,
তা তুমি জানো আর জানি আমি,
হয়তো চাওয়া পাওয়ার বাঁধন নেই,
হয়তো আলিঙ্গনের উষ্ণতার কাঁপন নাই,
নাই রাগ অনুরাগের মাখামাখি,
নাই চটুল প্রেমের ভাগাভাগি।
তবু তোমার আমার মাঝেও কিছু ভালোবাসা আছে।
কিছু চাওয়া পাওয়া আছে খুব গোপনে,
কিছু আবেগ বাধে দুটি হৃদয় কে সন্তর্পণে।
সেখানে দুটি মনের মায়ার আবাস,
সেখানে বয়ে যায় বন্ধুত্বের মৃদু সুবাতাস।
তোমার আমার মাঝেও কিছু ভালোবাসা আছে।
এখানে বিশ্বাসে বিষাদের গন্ধ নেই,
এখানে মিথ্যার প্রলোভিত ছন্দ নেই,
এখানে আছে সত্য পথের আহ্বান,
এখানে আছে দুটি আহত হৃদয়ের সহঅবস্থান।
তোমার আমার মাঝেও কিছু ভালোবাসা আছে,
হৃদয়ের খুব গোপন নিঃশ্বাসের মাঝে,
সোনালী ভবিষ্যতের বিশ্বাসের মাঝে,
আছে বিষাদী হৃদয়ের অনুভবের মাঝে,
আছে অবচেতন মনের অপ্রকাশিত স্বপ্নের মাঝে।
আছে মায়ার বন্ধনে ক্ষতবিক্ষত হৃদয়ের কাছে,
তোমার আমার মাঝেও কিছু ভালোবাসা আছে,
তারা নীরব ফুল হয়ে ফোটে সকাল সাঝে।