সীতাকুণ্ডে পুলিশের অভিনব তৎপরতায় একের পর এক ধরা পড়ছে ডাকাতদল। গত এক সপ্তাহে ১৪ ডাকাত ধরা পড়েছে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
সর্বশেষ গত বুধবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল মোতালেব ও শাহীন ডাকাতকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এ সময় ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত ৪ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন অভিযানে ১৪ জন ডাকাত আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম এ মূহুর্তে প্রকাশ করা যাচ্ছে না।