1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
শৈলকুপায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় সাংবাদিককে উদ্ধার - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

শৈলকুপায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় সাংবাদিককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৯ বার দেখা হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশ থেকে মনিরুজ্জামান মনির (২৮) নামের স্থানীয় এক সাংবাদিককে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ধাওড়া বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

 

 

 

মনিরুজ্জামান মনির ইনফো বাংলাসহ কয়েকটি অনলাইন পত্রিকার শৈলকুপা প্রতিনিধি হিসেবে কাজ করেন বলে জানা যায়। তিনি উপজেলার ৫নং কাচেঁরকোল ইউনিয়নের কাচেরকোল গ্রামের আববর শেখে ছেলে।

 

 

 

 

৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া গ্রামের ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে তাদের গ্রামের বাজার এলাকার কয়েকজন ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে একজনকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান। জুতা ও জ্যাকেটের ফিতা দিয়ে তার হাত পা বাঁধা ও মুখে মাস্কের ওপর টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

 

 

হাসপাতালে ভর্তি সাংবাদিক মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে রাত ১০টার দিকে একটি মাইক্রোবাসে আমাকে তুলে নেওয়া হয়। এরপর হাত পা বেঁধে মাইক্রোর মধ্যে নির্যাতনের সময় বুঝতে পারি- মাদক নিয়ে লেখার কারণে আমার ওপর হামলার ঘটনা ঘটে।’

 

সংবাদিক মুনিরুজ্জামানের বাবা আকবর আলী শেখ জানান, এ ঘটনায় তারা থানায় অভিযোগ দিবেন।

 

 

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »