আসছে ১৪ তারিখ লক্ষীপুরের রামগতি পৌর নিবার্চনকে গিরে ছলছে জনগনের মধ্যে ব্যাপক উদ্বিপনা ও সন্কা।
এদিকে নিবার্চনী প্রচার প্রচারনায় গোটা পৌর এলাকাকে সরগরম রেখেছে। মেয়র পদে লড়ছেন ০৫জন আর ০৯ ওয়াডের প্রত্যেক ওয়াডে একাদিক প্রাথী সহ অসংখ্য প্রাথী।তাই প্রাথীতা বেশি থাকলে,
প্রতিযোগিতা ও গনতন্ত্রের শক্তি বাড়ে. কিন্তু সহিংসতার আসন্কাও করছেন জনগন ও এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এদিকে প্রসাশনের পখ্য থেকে জানিয়েছেন কোন প্রকার অপ্রিতিকর পরিস্থিতিকে প্রস্রয় দেয়া হবেনা।
বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন প্রাপ্ত প্রাথী জেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু নৌকা প্রতিক নিয়ে লড়ছেন,
জাতীয় পাটির মনোনয়ন প্রাপ্ত প্রাথী মোঃ আলমগীর হোসেন লান্গল প্রতিক.
বি এন পি থেকে মনোনয়ন প্রাপ্ত ডাঃ জামাল উদ্দিন ধানের শীষ,
প্রতীক.সতন্ত্র প্রাথী আবি আবদুল্লাহ নারিকেল গাছ প্রতিক,
বিএন পির বিদ্রোহী প্রাথী সাহেদ আলী পটু নিয়ে লড়ছেন।
যদিও প্রচার পচারনায় সকল প্রাথী ব্যাস্ত রযেছে তম্মদ্বে এগিয়ে রয়েছে নৌকা প্রতিক ও লান্গল প্রতিক.
এরিমধ্যে ১৪ তারিখের গন রায়ের অপেখ্খায় রয়েছেন রামগতি পৌরবাসি।