অপহরণের শিকার স্কুল নাসিম জানায়, বিকাল ৪টার দিকে গ্রামের রাস্তা পার হওয়ার সময় একজন মুখোশধারী ব্যক্তি তার মুখে কাপড় চেপে একটি কালো রঙের মাইক্রোতে করে রাজশাহী নিয়ে আসে। এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত ৯টার দিকে রাজশাহীর শিরোইল বাসটার্মিনালে মাইক্রোবাসটি থামিয়ে মুখশধারীরা নিচে নামে। পরে গেট খুলে পাশের এলাকা শিরোইল কলোনিতে পালিয়ে যায়।
কলোনির ২ নম্বর গলির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে স্কুলছাত্র নাসিম আমাকে বিস্তারিত জানালে আমি বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর সুমনকে জানায়।
ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘ছেলেটি উদ্ধারের ঘটনা কুষ্টিয়ায় তার পরিবারের কাছে জানানো হয়েছে। এছাড়া ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা রাজশাহী আসবেন বলে জানিয়েছেন। বর্তমানে স্কুলছাত্র নাসিম চন্দ্রিমা থানার হেফাজতে আছে।