গ্রাহকদের তীব্র আপত্তির মুখে সঞ্চয়ী অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০০ টাকা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যাংক ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।
সম্প্রতি সেভিংস বা সঞ্চয়ী হিসাবে ন্যূনতম ৫ হাজার টাকা আমানত রাখার শর্ত জুড়ে দিয়ে গ্রাহকদের যে চিঠি দিয়েছিল ব্যাংকটি তা প্রত্যাহার করে নেয়ার কথাও জানিয়েছে ডাচ বাংলা ব্যাংক। গেল শনিবার ডিবিসি নিউজে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচার হলে রবিবার সে সিদ্ধান্ত থেকে সরে আসে ব্যাংকটি। ফলে এখন সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে আগের নিয়মেই একজন গ্রাহক নূন্যতম ৫০০ টাকা রাখতে পারবেন।
এর আগে, এ বছরের শুরুতে ডাচ-বাংলা ব্যাংক তার গ্রাহকদের সঞ্চয়ী হিসাব সেভিংস প্লাসে রুপান্তরের চিঠি দেয়। যার বিপরীতে নূন্যতম ৫০০০ টাকা স্থিতি রাখার শর্তে কিছু বাড়তি সুবিধার কথাও বলা হয় গ্রাহককে। ঢালাওভাবে নেয়া ঐ সিদ্ধান্ত ব্যাংকিং কোম্পানি আইনের সেকশন-৪৯ এর পরিপন্থী।
পরে ডিবিসি নিউজে প্রচারিত সংবাদের পর গ্রাহক অসন্তোষের মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো ডাচ-বাংলা ব্যাংক।