জেল থেকে মুক্তি পেলেন সৌদি আরবের নারী মানবাধিকার কর্মী লুজাইন আল হাথলুল। এক হাজার দিনেরও বেশি সময় কারাগারে থাকার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার তাকে মুক্তি দেয় বলে জানিয়েছে সিএনএন।
৩১ বছর বয়সী লুজাইন আল হাথলুলকে ২০১৮ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়। তিনি তার পরিবারকে জানিয়েছেন, কারাগারে তার ওপর নানা উপায়ে নির্যাতন করা হয়। এই নারী অধিকারকর্মীর অভিযোগ, তাকে কারাগারে শরীরিক নির্যাতন করা হয়েছিল। যৌন নির্যাতনও করা হয়েছিল তাকে। তবে তার সব অভিযোগই রিয়াদ বারবার অস্বীকার করেছে।
গত বছরের ডিসেম্বরে লুজাইন আল হাথলুলকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। এর আগে তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানিতে তিনি দোষী সাব্যস্ত হন। এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার শিকার হতে হয়েছে সৌদিকে। জাতিসংঘ ও বিশ্ব মানবাধিকার গোষ্ঠীগুলোও নিন্দা জানায়।
সিএনএনকে হাথলুলর ভাই ওয়ালিদ আল-হাথলুল বলেছেন, আমরা উত্তেজিত (তার মুক্তি বিষয়টি নিয়ে), তবে ন্যায়বিচারের লড়াই এখনও শেষ হয়নি। আমরা এই সংবাদটি পেয়ে খুব আনন্দিত।
সূত্র: সিএনএন।