1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
ছাত্রলীগের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

ছাত্রলীগের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৫ বার দেখা হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতাকর্মীরা কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আহত হন।

 

 

 

 

বুধবার বেলা ১১টায় উপজেলা শহরের কোর্ট সংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদের গেটের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।

 

 

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এতে ১০ জন আহত হন।

 

 

আহতরা হচ্ছেন- নাঈম মৃধা, আব্বাস মল্লিক, নুরুল হক মৃধা, তারিকুল ইসলাম রুবেল, কামরুল, সাইফুল ফকির, হাসান হাওলাদার, শাকিল, হৃদয় ও রাজিব খান।

 

 

সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদবঞ্চিত মো. রাকিব মৃধা অভিযোগ করেন, মঙ্গলবার রাতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে তাতে অছাত্র, জামায়াত-বিএনপি অন্তর্ভুক্ত করে ত্যাগী সক্রিয় নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে।

 

 

 

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।

 

 

মির্জাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহআলম সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেনি।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »