কুষ্টিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার।
এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সহ-সভাপতি লুৎফুর রহমান কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহীদি হাসান প্রমুখ।