কুষ্টিয়ায় ইটভাটা চালানোর দাবীতে মালিক শ্রমিকরা ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ও র্যাব কুষ্টিয়ার বেশ কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে, এসময় অর্থদন্ড ও ভাটার স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
এরপরে জেলার বিভিন্ন ইটভাটার মালিক শ্রমিকরা সংগঠিত হয়ে আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘিরে নেন এসময় তারা ভাটায় অভিযান বন্ধ, এভাবেই অবৈধ ভাটাগুলো চালানো ও সংশোধিত আইন পরিবর্তনের দাবীতে বিভিন্ন স্লোগান দেন।
না হলে ভাটা মালিকরা দেউলিয়া ও শ্রমিকরা বেকার হয়ে যাবার কথা বলছেন তারা। সেখানে বক্তব্য রাখেন জেলা ইট প্রস্তুত কারক মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খালেক বিকসের পরিচালক আব্দুল কাদের জুয়েল। এসব দাবীতে পরে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
এ বিষয়ে কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান বলেন, আইনের বাইরে গিয়ে অবৈধ ভাটা চালাতে দেবার কোন সুযোগ নেই। পরিবেশের ক্ষতি মেনে নেওয়া হবেনা।