1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
কুষ্টিয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৮ বার দেখা হয়েছে

অগ্ৰযাত্রায় অবিচল দৈনিক যুগান্তর ২২ বছরে।

 

দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর দুই দশকেরও বেশি সময় ধরে তার বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পত্রিকাটির অবিচল ধারার সঙ্গে মিশে আছে এদেশের পাঠক সমাজ। পাঠক আস্থায় ঋদ্ধ হয়ে, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক যুগান্তর-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

 

 

 

কুষ্টিয়া: পাঠক আস্থায় ঋদ্ধ হয়ে, দেশের উন্নয়ন ও আরও সমৃদ্ধি অঙ্গীকারে কুষ্টিয়া প্রেসক্লাবে পালিত হয়েছে দৈনিক যুগান্তর-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। যুগান্তর স্বজন সমাবেশ আয়োজনে প্রধান অতিথি হয়ে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর নাহার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

 

 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, দৈনিক যুগান্তর দেশের একটি প্রধানতম দৈনিক পত্রিকা হিসাবে চলমান উন্নয়ন ও সমৃদ্ধির বড় অংশীদার। যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন সঙ্কটের খবর পাঠকসমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরেন, তেমনি দেশের স্বার্থে বহু অসংগতির খবর যুগান্তরের সাংবাদিকদের সাহসী কলমে উঠে আসে। কুষ্টিয়াসহ দেশের চলমান উন্নয়নে আগামীতেও দৈনিক যুগান্তর দেশ ও কুষ্টিয়ায় মানুষের সঙ্গে থাকবে ও তাদের সাহসী ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে দৈনিক যুগান্তর-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »