1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
হতাশা মুছে দিলো ‘মাস্টার’ দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস - খবর প্রতিক্ষণ
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

হতাশা মুছে দিলো ‘মাস্টার’ দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

তামিল সিনেমার সুপারস্টার ‘থালাপতি’ বিজয় ও জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি অভিনীত ‘মাস্টার’ সিনেমায় একসঙ্গে বড়পর্দায় ঝড় তুলেছেন।

 

 

 

সিনেমাটি এরই মধ্যে ২০০ কোটি রুপির ক্লাবে পৌঁছেছে। দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস। শুধু দক্ষিণে নয়, করোনা পরবর্তী নতুন স্বাভাবিকে ভারতজুড়ে সিনেমা হলগুলোতে দাপট দেখানো এটাই প্রথম সিনেমা।

 

 

 

করোনার কারণে সাত মাস বন্ধ ছিল ভারতীয় বক্স অফিস। সেই হতাশা অনেকটা মুছে দিয়েছে এই ‘মাস্টার’ সিনেমা। মুক্তির প্রথম দিনে শুধু তামিল ভার্সনই আয় করে ২৫ কোটি রুপি। করোনার কারণে প্রেক্ষাগৃহগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শকেই বাজিমাত করছে সিনেমাটি।

 

 

যা অন্য যেকোনো সময়ের জন্য রেকর্ড, করোনার মধ্যেও এরকম দর্শক সাড়া অভাবনীয় ব্যাপার বলে মত দিয়েছেন ভারতের চলচ্চিত্র বোদ্ধারা। এবার শোনা যাচ্ছে, তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে আসবে। বড়সড় অঙ্কে এ সিনেমার স্ট্রিমিং স্বত্ব বিক্রি হচ্ছে। শিগগিরই মুক্তির তারিখের ঘোষণা আসতে পারে।

এক্সবি ফিল্ম ক্রিয়েটরস-এর প্রযোজনায় ‘মাস্টার’ তামিল-তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন লোকেশ কানাগারাজ। ছবিতে দুই বিজয় ছাড়া আরও অভিনয় করেছেন মালবিকা মোহন, অর্জুন দাস, আন্দ্রেয়া জেরেমিয়াহ, শান্তনু ভাগ্যরাজ প্রমুখ।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »