1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
স্মার্টফোন কিনতে সফট লোন’ পাচ্ছেন ইবির ৫৬৮ শিক্ষার্থী - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

স্মার্টফোন কিনতে সফট লোন’ পাচ্ছেন ইবির ৫৬৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৯৩ বার দেখা হয়েছে

অনলাইন ক্লাস নেয়ার জন্য স্মার্টফোন কিনতে ‘সফট লোন’ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫শ’ ৬৮ শিক্ষার্থী।

 

 

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ‘সফট লোন’ অনুমোদন কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান।

 

তিনি বলেন, আমরা ‘সফট লোন’ অনুমোদন কমিটি অস্বচ্ছল শিক্ষার্থীদের সঠিক আবেদনের প্রেক্ষিতে ৫শ’ ৬৮ জনকে অনুমোদন দিয়েছি। তাদের তালিকা অর্থ ও হিসাব শাখায় জমা দিয় বলা আছে, তারা ব্যাংকে যখন এ্যাডভাইজ পাঠাবে তখন যদি কোন শিক্ষার্থীর একাউন্টে টাকা পাঠাতে সমস্যা হয় তখন ‘হেল্ডআপ’ দিবে। কোনো শিক্ষার্থীর একাউন্টে টাকা না গেলে তারা স্ব-স্ব বিভাগের সভাপতির সঙ্গে যোগাযোগ করবেন। টাকা শিক্ষার্থীদের একাউন্টে যেতে ২ থেকে ৪ দিন সময় লাগতে পারে।

 

 

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪১ হাজার ৫০১ জন অস্বচ্ছল শিক্ষার্থীকে সুদবিহীন ঋণ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

এতে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। সভায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে গঠিত ‘সফট লোন’ অনুমোদন কমিটির সুপারিশের আলোকে ৩১ জানুয়ারির মধ্যে অর্থ বরাদ্দ দেওয়ার কথা বলা হয়।

 

 

সভায় অনধিক আট হাজার টাকার সুদবিহীন ঋণ শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে বলা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীকে শুধু আসল অর্থ পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন চারটি সমান কিস্তিতে বা এককালীন তারা এই ঋণ পরিশোধ করতে পারবেন।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »