আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশেষ কুচকাওয়াজ।প্রজাতন্ত্র দিবসের ৭০ বছরের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ভারতীয় প্যারেড গ্রাউন্ডে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি থাকছে। এ নিয়ে বেশ আনন্দিত বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভালোলাগার কথা প্রকাশ করেছেন তিনি।
এ বছরের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। তাই এবার বাংলাদেশের সেনা সদস্যদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত ভারতীয় হাইকমিশনার। দুই দেশের সৌহার্দ্যের বিষয়টি উল্লেখ করে টুইটারে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে লড়েছি, একসঙ্গে পথ চলেছি। দীর্ঘ ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে পেরে আমরা গর্বিত।’