কুষ্টিয়ার মিরপুরে শান্তনা খাতুন (২০) নামের এক মেয়ের ঝুলন্ত মরদেহ দেখে বাবা মোস্তফা (৪৫) মারা গেছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর পৌরসভার কাউন্সিলর খোয়াব আলী জানান, সুলতানপুর এলাকার মোস্তফা তার মেয়ে শান্তনার বিয়ে হয় দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার মিঠুর সাথে। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলোহের জেরে দেড় বছর আগে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি সুলতানপুর এলাকায় থাকতেন।
মঙ্গলবার সকালে শান্তনার মায়ের সাথে বাকবিতণ্ডা হয়। পরে দুপুর ১২টার দিকে শান্তনা তার নিজ ঘরের আড়ার সাথে রশি বেঁধে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা মোস্তফা বাড়িতে এসে মেয়ের মরদেহ দেখেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মোস্তফা মারা যান।
একইদিন বাবা মেয়ের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শান্তনার মরদেহটি উদ্ধার করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।