রোহিতের মা জানান, এই বিয়ে নিয়ে প্রথমে দুই পরিবারেই আপত্তি ছিল। অনেক বোঝানোর পরে রোহিতের পরিবার রাজি হয়। আর শুরুতে রাজি না থাকলেও পরে পূজার কাকা কুলদীপ তাদের সম্পর্ক মেনে নিয়েছিলেন এবং তাদের আশীর্বাদ করে বিয়ে দিতে রাজি হন।
পুলিশ জানিয়েছে, কুলদীপই রোহিতের আত্মীয়দের বিয়ের সময় উপস্থিত থাকার জন্য আদালতে ডেকেছিলেন। পরে বিয়ে সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য তাদের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের কাছে ডেকে পাঠান। রোহিতের পরিবার সেখানে হাজির হলে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কুলদীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বর ও কনের।