1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
কুষ্টিয়ার ফেন্সি কুইন কামিনী'র স্বামী ও ছেলে ইয়াবাসহ গ্রেফতার - খবর প্রতিক্ষণ
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ফেন্সি কুইন কামিনী’র স্বামী ও ছেলে ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৩ বার দেখা হয়েছে

কামিনী এখন জেলে, ইয়াবা নিয়ে কুষ্টিয়া র‌্যাবের হাতে ধরা খেলেন স্বামী সন্তান

কুষ্টিয়া জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী কামিনীর স্বামী একাধীক মামলার আসামী আজাদ হোসেন (৫৫) ও তার ছেলে আবির হোসেন বিকেল(২৪)কে ৭৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র‍্যাব । আজ বিকাল ৪ ঘটিকার সময় শহরের চৌরহাস ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল শহরের চৌরহাস ফুলতলা এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আজাদ হোসেন (৫৫) ও ২। আবির হোসেন বিকেল (২৪) কে ৭৩ পিস ইয়াবা, ২ টি মোবাইল ফোন,৪ টি সিমসহ গ্রেফতার করেন।

র‍্যাব জানায়, আসামী আজাদ কুষ্টিয়ার শীর্ষ মাদক সম্রাজ্ঞী কামিনী এবং তার বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। অপরদিকে আবির হোসেন বিকেল তার ছেলে এবং তার বিরুদ্ধে ৩ টি মাদকের মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে এবং মডেল থানা পুলিশ হেফাজতে প্রেরন করে র‍্যাব।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে র‍্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাব অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ফেন্সিডেল সহ গ্রেফতার করে এবং বর্তমানে মাদক সম্রাজ্ঞী জেল হাজতে রয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,সন্ত্রাস ও মাদকমুক্ত কুষ্টিয়া জেলা গড়তে র‍্যাব-১২ সিপিসি-১ সব সময় বদ্ধকর।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »