এ সংঘর্ষে মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা হোসেন আলীসহ তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে এলোপাতারী ভাবে কুপাতে থাকলে, আহত হয় ১/মোঃ মতিয়ার (৪৫) পিতাঃ মোকাদ্দেস ইসলাম, মোছাঃ রুজিনা খাতুন(৪০) স্বমীঃ মোঃমোকাদ্দেস, আলমগীর ইসলাম(২৫) পিতা ইসমাইল ইসলাম (২০) পিতাঃ মতিয়ার ইসলাম,নুরুল ইসলাম,পিতাঃ ছের আলী মুসা ইসলাম (২৫) পিতা মৃত ওমর আলী।