বিহারের গণপূর্ত দফতর থেকে সে সময় জানানো হয়েছিল ৪৪ হাজার তরুণী তাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন তেজস্বীকে। মাত্র ৩ হাজার মেসেজ এসেছিল রাস্তাঘাট ও উন্নয়ন সংক্রান্ত সমস্যার জন্য।
মেয়েরা মেসেজে নিজের উচ্চতা, গায়ের রঙ বিস্তারিত জানিয়েছিল তেজস্বীকে। সেই সময়ে রীতিমতো লজ্জাজনক অবস্থায় পরেছিলেন তেজস্বী এবং মজা করেই বলেছিলেন, ভাগ্যিস আমার বিয়ে হয়নি নাহলে বিপদে পড়তাম।
জনপ্রিয়তা এখনো কমেনি তেজস্বী যাদবের। বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনই তার প্রমাণ।