1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড নুর হোসেনের - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড নুর হোসেনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৮৪ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দেয়া হয়েছে।

 

 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পিপি জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালের ৩ আগস্ট নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় আদালতে। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন আদালত।

 

 

তিনি আরও জানান, একই আদালতে চলমান আরও একটি চাঁদাবাজি মামলার রায় ঘোষণা করা হয়েছে। আকরাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে দায়ের করা ওই মামলায় নূর হোসেনকে খালাস দেওয়া হয়েছে। একই সাথে এই মামলার অন্য সাত আসামিকেও খালাস দেওয়া হয়েছে।

 

 

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, সকালে কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। তার বিরুদ্ধে চলমান দু’টি অস্ত্র ও চাঁদাবাজি মামলার রায় ঘোষণা করা হয়।

 

 

রায় ঘোষণার পর তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »