কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় সুজন আলী (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার বৈরাগীরচর গ্রামের হামিদুল সর্দারের ছেলে।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সুজন মোটরসাইকেল যোগে কুষ্টিয়া যাবার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কল্যাণপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী মৌলভীবাজার ট্রাকের ধাক্কায় সুজন উল্টে পড়ে যান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রে নেবার পথে তিনি মারা যান। এ সময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।