1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক (ডিএজি) রূপার হিসাব জানতে - খবর প্রতিক্ষণ
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক (ডিএজি) রূপার হিসাব জানতে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২২৭ বার দেখা হয়েছে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রূপার হিসাবের বিবরণী জানতে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সরকারি-বেসরকারি ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিমের স্বাক্ষরে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

ব্যাকগুলোতে পাঠানো চিঠিতে রূপার চলতি, সঞ্চয়ী, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে।

এছাড়া ডিএজি রূপাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি নিয়ে আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির হতে বলেছে কমিশন।

এর আগে একই অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ নভেম্বর রূপাকে তলব করেছিল দুদক। কিন্তু এই জিজ্ঞাসাবাদের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন তিনি। পরে শুনানি শেষে গত ৩ ডিসেম্বর রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট।

রূপা করোনাভাইরাসে আক্রান্ত থাকায় দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তাকে ২৭ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত।

গত ২৮ অক্টোবর নোটিস পাঠিয়ে অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ডিএজি রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলেছিলেন।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »