1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
স্ত্রীকে খুন করে পাশে বসেই ভিডিও গেম খেলেন স্বামী! - খবর প্রতিক্ষণ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

স্ত্রীকে খুন করে পাশে বসেই ভিডিও গেম খেলেন স্বামী!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার দেখা হয়েছে

দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া হতো। সাংসারিক অশান্তির আঁচ পেতেন প্রতিবেশীরাও। গত রোববার নতুন করে আবারও ঝগড়া হয়। সেই জেরে পরেরদিন সোমবার কাঁচি দিয়ে একাধিকবার আঘাত করেন স্বামী। শুধু তাই নয়, মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত স্ত্রীর পাশে বসেই মোবাইলে ভিডিও গেম খেলেন ওই ব্যক্তি।

ভারতের যোধপুরের বিজেএস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার রাতে স্ত্রী শিব কানওয়ারের সঙ্গে তার স্বামী বিক্রম সিংহের ঝগড়া হয়। প্রায়ই এই দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন দেখতে পায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন ওই নারী। তার স্বামী পাশে বসেই মোবাইলে ভিডিও গেম খেলছে। পুলিশ পৌঁছেই ঘটনাস্থল থেকে শিব কানওয়ারকে হাসপাতালে নেয়। কিন্তু তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে যাওয়ার পর দৃশ্য দেখে অবাক হন সকলেই। সম্ভবত কাঁচি দিয়ে একাধিকবার স্ত্রীকে আঘাত করে স্বামী। আসলে স্ত্রী শিব ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তিনি সেলাই করে সংসার চালাতেন। স্বামী বিশেষ কোনো কাজকর্ম করতেন না। সেই নিয়ে সবসময়ই অশান্তি লেগে থাকত। ঘটনার সময় ওই দম্পতির দুই সন্তান ঘটনাস্থলে ছিল না।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »