1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
রাজধানীর রামপুরা এলাকা থেকে ইউরেনিয়ামসহ আটক ৩ - খবর প্রতিক্ষণ
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ অপরাহ্ন

বিজ্ঞাপন

রাজধানীর রামপুরা এলাকা থেকে ইউরেনিয়ামসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার দেখা হয়েছে

রাজধানীর রামপুরা এলাকা থেকে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

আটক তিনজন হলেন- এ বি এম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)।

 

 

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর রামপুরা থানার পূর্ব রামপুরার জাকের গলি এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তিন জন ইউরেনিয়াম ব্যবসায়িকে আটক করে।

 

এ সময় তাদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বক্স, একটি রিমোট, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাঁচের পট, পাঁচটি কাঁচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ, একটি মেটাল ছাঁকনি, একটি ক্যাটালগ, একটি জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গ্রাউন) জব্দ করা হয়।

 

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটকরা জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করেন। তারা দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম বিক্রয় করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর শাহরিয়ার।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »