ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর থেকে রাব্বি আহমেদ নামের এক যুববকের হাত-পা বাঁধা বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেলে হযরতপুর ইউনিয়নের আলগীরচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি সাভারের বাসিন্দা ছিলেন।
নিহতের পিতা নূর আহমেদ জানান, গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে একই এলাকার ভাড়াটিয়া রাব্বি আহমেদের বন্ধু রাসেল হোসেন তাকে বাসা থেকে ডেকে নেয়। রাব্বি আহমেদকে তার ছোট বউয়ের বাসায় নিয়ে যায় রাসেল হোসেন। রাব্বি রাতে বাসায় না ফিরলে পরের দিন শুক্রবার রাসেলের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। নিখোঁজের ১৮ দিন পর মামলার প্রধান আসামি রাসেলকে শনিবার রাতে তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করে ডিবি। রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে কেরানীগঞ্জ থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দার (উত্তর বিভাগ) অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, নিহত রাব্বির পিতা বিকাশ ব্যবসায়ী। তার এলাকার রাসেল পরিকল্পিতভাবে রাব্বি আহমেদকে বাসা থেকে ডেকে নিয়ে রাসেলের স্ত্রীর ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। প্রথমে তকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে। ঘুম ভাঙলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। বিকাশ ব্যবসায়ী পিতার টাকা হাতিয়ে নিতেই এই পরিকল্পিত হত্যা। পলাতক আসামি মামুনকে আটকের চেষ্টা চলছে।