1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
বহুতল ভবনে বিস্ফোরণ - খবর প্রতিক্ষণ
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

বিজ্ঞাপন

বহুতল ভবনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৯৪ বার দেখা হয়েছে

সাভারের পৌর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলায় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই বাজার রোডের বিলাস সিনেমা হল সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের শব্দে তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে বাজার রোডের জনৈক শাহ আলমের মালিকানাধীন একটি ৫ তলা ভবনের নিচতলার একটি স্যানিটারি দোকানের সাটার খোলার সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে দোকানের সাটার ভেঙ্গে পড়ে। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, বিস্ফোরণে একটি ভবন হেলে পড়েছে এমন তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে ভবন হেলে পড়ার মত কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণও জানা যায়নি।

জানতে চাইলে সাভার পৌর মেয়র হাজী আবদুল গনি বলেন, খবর পেয়ে পৌরসভার একজনকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »