শনিবার সন্ধ্যায় শহরের পায়রা চত্ত্বর থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড.
ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল অালম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার। বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।সেই সাথে ভাস্কর্য বিরোধিতাকারীদের প্রতি ঐক্য গড়ে তোলার আহবান জানান।