1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
ফ্ল্যাটে মিলল বলিউড অভিনেত্রীর মরদেহ - খবর প্রতিক্ষণ
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

ফ্ল্যাটে মিলল বলিউড অভিনেত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ২৫২ বার দেখা হয়েছে

কলকাতার যোধপুর পার্কের একটি ফ্ল্যাট থেকে আরিয়া বন্দ্যোপাধ্যায় নামে এক বলিউড অভিনেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবারের এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, প্রতিদেনের মতো শুক্রবারও আরিয়ার বাড়িতে কাজ করতে যান তার গৃহকর্মী। এদিন অনেকবার ডেকেও তার কোনও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় নিজেই স্থানীয় থানায় গিয়ে বিষয়টি গৃহকর্মী জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লেক থানার অন্তর্গত যোধপুর পার্কের ওই বিল্ডিংয়ের তিন তলায় আরিয়া বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফ্ল্যাটের দরজা ভেঙেই ভেতরে প্রবেশ করে পুলিশ। তারপর খাটের উপর আরিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। খবর এবিপি আনন্দের

স্বাভাবিকভাবেই এমন ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিখ্যাত সেতার বাদক প্রয়াত পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে আরিয়া। তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- লাভ সেক্স অউর ধোকা ও ডার্টি পিকচার।

সম্প্রতি তামিল টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ভিজে চিত্রা মরদেহ পাওয়া যায়। এরপর ভারতের বিনোদনজগতে আরও বেশ কিছু অপমৃত্যুর ঘটনা ঘটে। আগস্টে অভিনেতা সমীর শর্মা লাশ উদ্ধার করা হয় নিজের বাসা থেকে। সেপ্টেম্বরের শুরুতে তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লি হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেন। তার কিছুদিন পর মাত্র দু’দিনের ব্যবধানে দু’জন অভিনেতার আত্মহত্যার খবর মিলেছে। তাদের একজন টেলিভিশন সিরিয়ালের অভিনেতা অক্ষত উত্তরাক্ষ, অন্যজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাভিনেতা থেন্নারাসু।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »