1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
পুলিশের অভিযানে ৮ ডাকাত আটক - খবর প্রতিক্ষণ
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

পুলিশের অভিযানে ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৩৭ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৮জন ডাকাতকে আটক করেছে পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, সম্প্রতি নগরীতে চুরি ছিনতাই,ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮জন ডাকাকে আটক হয়।

মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো খন্দকার লুৎফুল রহমানের নির্দেশে অপরাধ নিয়ন্ত্রণ অভিযান শুরু করি। থানা এলাকার টঙ্গী রেলগেট, নিমতলী, টঙ্গী বাজার, গাজীপুরা বাঁশপট্টি, হকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করি। এ অভিযানে ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জামালপুর জেলার ওজির আলীর ছেলে মো. রুবেল (৩২), গাজীপুর জেলার খালেকের ছেলে বাবু (৩০), জালাল মিয়ার ছেলে সোহাগ (২৭), টঙ্গী ব্যাংক মাঠ বস্তির সোলেমান মিয়ার ছেলে জালাল (৪৬), চাঁদপুর জেলার বাবুল মিয়ার ছেলে আল-আমিন (২২), জামালপুরের হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২), টঙ্গী কাঁঠালদিয়া এলাকার সাগর মিয়ার ছেলে ঈমন (১৮) ও একই এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. রকি (১৮)।

এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ চাপাতি, একটি কাটিং প্লায়ার, দুটি চাঁকু, একটি সুইচ গিয়ার চাঁকু ও পাঁচটি বিভিন্ন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার আটকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতেপাঠানো হয়েছে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »