1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
নিখোঁজ ৩ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার - খবর প্রতিক্ষণ
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন

নিখোঁজ ৩ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২০৮ বার দেখা হয়েছে
নিখোঁজের ৩ দিন পর মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী আব্দুল মনাফের গলিত লাশ ভূক‌শিমইল ইউ‌নিয়নের মীরশঙ্কর এলাকার একটি সেফ‌টি ট্যাংকের পাশের গর্ত থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

গত ১২ ডিসেম্বর আব্দুল মনাফ নামের ওই ব্যবসায়ী নিখোঁজ হলে ঘটনার পরদিন ১৩ ডিসেম্বর তার বড় ভাই আজির উদ্দিন বাদি হয়ে কুলাউড়া থানার জিডি দায়ের করেন। উক্ত জিডি দায়েরের পর পুলিশ সোর্সের দেওয়া তথ্য মতে হত্যাকারী শাহিনুর রহমান শাহিদকে আটক করে।

আসামি শাহিনুর রহমান শাহিদের দেওয়া তথ্য মতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টায় তার বসত ঘরের পিছনের সেফ‌টি টাংকের পাশে একটি গর্ত থেকে আব্দুল মনাফের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আব্দুল মনাফের বড় ভাই আজির উদ্দিন বাদী হয়ে কুলাউড়া থানায় আজ বুধবাত একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত আসামীরা হলেন- উপজেলার ভূকশিমইলের মীরশংকর গ্রামের শাহিনুর রহমান শাহিদ (৪০), পিতা-মৃত মাহমুদ আলী, সামছুদ্দিন (৪২), পিতা-মৃত আইয়ুব আলী, আতিকুর রহমান চান মিয়া (৫০), মোঃ ফজলু মিয়া (৪৫), উভয় পিতা-মৃত মাহমুদ আলী, ফয়েজ আহমদ (২২), পিতা-ফজলু মিয়া, জাহাঙ্গীর আলম (২৩), পিতা-মৃত চুনু মিয়া।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মনাফের মৃত দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রেরণ করা হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের সহিত জড়িত মূল আসামিদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »