চিকিৎসার জন্য ময়মনসিংহে আসার পর ভুল পথে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় চলে যায় এক তরুণী (২০)। পরের দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলে নিরুপায় হয়ে বাড়ি ফিরতে ওই তরুণী সাহায্য চান মোশারফ হোসেন ও মো. শিপন মিয়ার কাছে। সাহায্য করার কথা বলে মোশাররফ ও শিপন ওই তরুণীকে ফুসলিয়ে সেখান থেকে জয়দেবপুর এলাকার গহীন জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে। ভূক্তভোগী তরুণীর বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ধর্ষণের শিকার তরুণীর বাবা ময়মনসিংহের গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোশাররফ হোসেন ও মো. শিপন মিয়ার নামে মামলা করেছেন।
মামলার পর মোশাররফ হোসেন ও শিপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় দুই ধর্ষককে।
গ্রেপ্তাররা হলেন মোশাররফ হোসেন (২০)। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ধলাপাড়ার মজিবুর রহমানের ছেলে। আরেকজন হলেন একই এলাকার লাল মিয়ার ছেলে মো. শিপন মিয়ার (২০)।
মামলার সূত্রে জানা যায়, সাহায্য করার কথা বলে মোশাররফ ও শিপন তরুণীকে ফুসলিয়ে সেখান থেকে জয়দেবপুরের একটি জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে দুজন। পরদিন (১৩ ডিসেম্বর) দিনভর ঘুরিয়ে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে নিয়ে আসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তেলিজানি গ্রামে। সেখানে নির্জন এলাকায় নিয়ে রবিবার রাত সাড়ে ১১টার সময় তরুণীকে আবারো ধর্ষণ করে দুজন। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার ও ঘটনায় জড়িত থাকায় দুই যুবককে গ্রেপ্তার করে।