রাজধানীর বনানী থেকে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, আলাউদ্দিন, বিল্লাল হোসেন, দ্বীন ইসলাম ওরফে মনা।
বৃহস্পতিবার বিকালে র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানিয়েছে, রাজধানীর বনানীর থানার মহাখালীর আমতলী এলাকার জল খাবার রেস্তোরায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের একটি প্রাচীন দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। র্যাবের অভিযানে উদ্ধার হওয়া কালো রংয়ের মূর্তিটির আনুমানিক দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি এবং ওজন ১০ কেজি। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে, তারা মূর্তিটিকে বিদেশে পাচারের জন্য চেষ্টা চালাচ্ছিলো। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মূল্যবান মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল।
র্যাবের হাতে গ্রেপ্তার পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করা হয়েছে।