কুমিল্লায় পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল, ৩৯৫ পিস ইয়াবা এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার জুলাই কুড়িয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে বায়েজিত বোস্তামী, সদর উপজেলার আনন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তালেব ও একই গ্রামের মৃত ইব্রাহীম মিয়ার ছেলে হাসান।
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় রোববার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী বায়েজিত বোস্তামীকে গ্রেপ্তার করেন তারা। একই সময় অপর একটি দল সদর উপজেলার শ্রীপুর গ্রামের বড়দিঘীর পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ অপর দু’জনকে গ্রেপ্তার করা হয়।