1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
কিশোর শাকিবকে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় - খবর প্রতিক্ষণ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপন

কিশোর শাকিবকে মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৩৭ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গায় মুক্তিপণ দাবি করা তিন লাখ টাকা না পেয়ে হত্যা করা হয়েছিল কিশোর শাকিবকে। দর্শনা থানার যদুপুর গ্রামের ওই কিশোরকে হত্যার পর স্থানীয় মাঠেই পুঁতে রাখেন অপহরণকারীরা। শনিবার দর্শনা থানা পুলিশ লাশ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছে।

 

 

দর্শনা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, গত ১৯ ডিসেম্বর থানা এলাকার যদুপুর গ্রামের প্রবাসী কুদ্দুস আলী মিয়ার ছেলে শাকিব হাসানকে (১৫) অপহরণের একদিন পর পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।টাকা দিতে ব্যর্থ হলে বেশ কয়েকবার অপহরণকারীরা তাদের হুমকি দেয়। ২২ ডিসেম্বর বিষয়টি দর্শনা থানা পুলিশ জানলে অপহরণকারীদের শনাক্ত করা হয়। পরে শনিবার দুপুরে যদুপুর গ্রামের স্থানীয় মাঠ থেকে পুঁতে রাখা শাকিবে লাশ উদ্ধার করা হয়।

 

 

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) আবু রাসেল জানান , তিন আসামিকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »