1. news@khoborprotikhon.com : খবর প্রতিক্ষণ ডেস্ক : খবর প্রতিক্ষণ ডেস্ক
  2. shourav.kst.bd@gmail.com : জুবায়ের কারিম সৌরভ : জুবায়ের কারিম সৌরভ
একুশে বইমেলা নিয়ে অনিশ্চয়তা - খবর প্রতিক্ষণ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

বিজ্ঞাপন

একুশে বইমেলা নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৩৮ বার দেখা হয়েছে

অমর একুশে বইমেলা নিয়ে অনিশ্চিয়তার সৃষ্টি হয়েছে। এখনও সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় হতে কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসলেও বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হচ্ছে বইমেলা আপাতত স্থগিত, তবে ভার্চুয়ালভাবে হতে পারে আয়োজন। প্রকাশকরা এখনও আশা করছেন স্বাস্থ্যবিধি মেনে একটি প্রানবন্ত বইমেলার।

প্রতি বছর অমর একুশে বইমেলার আয়োজন করে থাকে বাংলা একাডেমী । তবে , করোনাকালীন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলা একাডেমী কতৃপক্ষ অমর একুশে বইমেলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বাংলা একাডেমির কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী দৈনিক সংবাদকে বলেন, আগামী ফেব্রুয়ারির বইমেলা আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি অনুকুলে থাকলে বইমেলা চালু হতে পারে। এই সিদ্ধান্ত বাংলা একাডেমির – তবে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

কবে নাগাদ অমর একুশে বইমেলা হতে পারে ? এ প্রসংগে তিনি সংবাদকে বলেন, সেটা সরকারি সিদ্ধন্তের উপর নির্ভর করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করে পরিস্থিতি মেলা আয়োজনের জন্য অনুকুল তাহলেই কেবল বইমেলা চালু হবে।

কেন অমর একুশে বইমেলা স্থগিত করা হলো এবং বিকল্প কোন উপায়ে মেলা আয়োজন করা যায় কিনা? এমন প্রশ্নে অমর একুশে বইমেলার মেলার আয়োজন কমিটির সচিব জালাল আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মেলা আপাতত স্থগিত করা হয়েছে। তবে ভার্চুয়াল ভাবে মেলা আয়োজনের পরিকল্পনা আছে। এক্ষেত্রে বই ও লেখকদের নিয়ে একটি সফটওয়্যারও তৈরী করা হতে পারে। এসব বিষয়ে বাংলা একাডেমির কাউন্সিল সভায় আলোচনা করা হয়েছে। কিন্তু, এ সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সাথে আলোচনার পর।

সরকারে পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলো ( সংস্কৃতি ও স্বাস্থ্য মন্ত্রনালয়) এ সম্পর্কে কোন স্পষ্ট বিবৃতি না দেওয়ায় অমর একুশে বইমেলা নিয়ে একটি অনিশ্চিয়তা তৈরী হয়েছে। বই মেলার বিষয়ে এমন অনিশ্চিয়তার মধ্যেও অনেক প্রকাশক আশা করছেন স্বাস্থ্যবিধি মেনে একটি প্রানবন্ত বইমেলা হবে এবারও। এসম্পর্কে বিভিন্ন প্রকাশনীর কর্নধারেরা সংবাদের কাছে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।

সময় প্রকাশনীর পক্ষ থেকে ফরিদ আহমেদ বলেন, বইমেলার আয়োজকদের (বাংলা একাডেমি) সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এবিষয়ে সরকারের সিদ্ধান্তই মূখ্য। যদি বাংলা একাডেমি বইমেলার আয়োজন করতে ব্যার্থ হয় তাহলে অন্য কেউ মেলা আয়োজন করবে। আমরা (বিভিন্ন প্রকাশনীর প্রকাশকরা ) রবিবার সকাল ১১টায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর সাথে কথা বলবো এবং আমাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করব। এরপর বেলা ১২টার দিকে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, অমর একুশে বইমেলার কোন বিকল্প হতে পারে না। বাংলাদেশের সংস্কৃতির সাথে এটা নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। ভার্চুয়ালভাবে বইমেলার আয়োজন করলে সেটা একটা অসম্পূর্ন আয়োজন হবে। কারন, অনেক অনলাইন সাইটেই বই বিক্রি হচ্ছে। মেলায় স্বাস্থ্যবিধি মেনে বই কেনার ব্যবস্থা করা যায়। আর অমর একুশে বইমেলা আয়োজন না করলে বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অপূরনীয় ক্ষতি হবে। প্রকাশনা সংস্থাগুলো সমূহ ক্ষতির মধ্যে পড়বে। তবে এখনও আমরা আশাবাদী যে, এবছর একটি প্রানবন্ত বইমেলা হবে।

কথা প্রকাশ প্রকাশনীর জসিম উদ্দিন বলেন, অমর একুশে বইমেলা আয়োজন না করলে প্রকাশনী ব্যবসার সাথে সংশ্লিষ্টরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হবেন এতে সন্দেহ নেই কিন্তু পরিবর্তিত পরিস্থিতির সাথে আমাদের মানিয়ে চলতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে হলেও একটি বই মেলা আয়োজন করতে পারি।

বইমেলা না হলে কতটা ক্ষতিগ্রস্ত হবেন এমন প্রশ্নে তিনি বলেন, বইমেলা না হলে আমরা প্রাথমিকভাবে ব্যাপক ক্ষতির মধ্যে পড়ব। তাৎক্ষণিকভাবে আমাদের ক্ষতি হলেও ভবিষ্যতে আমাদের লাভ হবে। কারন আমরা দীর্ঘদিন ধরে বাজার বিশ্লেষণ করছি। আমরা জানি কি ধরনের বই বাজারে সব সময় চলবে। ভালো বই সবসময়ই চলে। এখন এ পরিস্থিতিতে লেখক ও প্রকাশকদের সচেতন হতে হবে যাতে এ শিল্পের উৎকর্ষতা বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ইমেইল news@khoborprotikhon.com

বিজ্ঞাপন

এক ক্লিকে শেয়ার করুন

এ জাতীয় আরো খবর ....

বিজ্ঞাপন

Design by Jottil.net © 2020
Language »