আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থান স্বপ্নের মতো। দেশটির ক্রিকেট কাঠামোও ভালো। জাতীয় দলে যেমন রশিদ খান, মুজিব উর রহমানরা আছেন। তেমনি রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিমরা উঠে এসেছেন। এবার আফগানিস্তান দেশটিতে আয়োজন করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট। সেই লক্ষ্যে কাবুলে ক্রিকেট স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার।
বুধবার দেশটির ক্রিকেট ভক্তদের একটি সুখবরও দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। নতুন স্টেডিয়ামের জন্য কাবুলে জমি পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। টুইট করে বিষয়টি নিশ্চিত করে বলেছে, কাবুলের আলুখালিতে তারা ১২ হাজার স্কোয়ার মিটারের জমি পেয়েছে বলে জানানো হয়েছে।
প্রস্তাবিত স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামের সকল সুবিধাই দিতে পারবে বলে জানানো হয়েছে। স্টেডিয়ামের পাশেই হবে একটি পাঁচ তারকা হোটেল, স্টেডিয়ামের ভেতরে ভালো ইনডোর, আউটডোর অনুশীলনের সুবিধা থাকবে। এছাড়া মসজিদ, সুইমিংপুল, কার পাকিং, স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ প্রশাসনিক ভবনও থাকবে।
স্টেডিয়ামে ৩৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবে। এছাড়া ফ্যামিলি পার্ক বলে থাকবে বিশেষ স্ট্যান্ড। এক বিবৃতি দিয়ে আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ফারহান ইউসুফজাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, নতুন এই স্টেডিয়াম নিশ্চয় আন্তর্জাতিক ক্রিকেটকে আকর্ষণ করতে পারবে।
তিনি বলেছেন, ‘আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চাই। আফগানিস্তানকে ক্রিকেট সমৃদ্ধ করতে তিনি সবসময় উৎসাহ দিয়ে গেছেন। ক্রিকেট উন্নয়নে অনেক ভূমিকা রেখেছেন তিনি। নতুন স্টেডিয়ামটিও সেরা মানের হবে বলে আশা করছি।’ নতুন স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনকে মাথায় নিয়ে নির্মাণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে দেশটিতে ঘরোয়া ক্রিকেট আয়োজনের মতো আরও বেশ কিছু স্টেডিয়াম আছে।