বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুজাতা আজিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি কথা বলতে পারছেন এবং স্বাভাবিকভাবে নরম খাবার খেতে পারছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর ) রাতে সুজাতার নাতি ফারদিন আজিম এসব তথ্য জানিয়েছেন। তিনি ‘রূপবান’খ্যাত এই নন্দিত অভিনেত্রীর সার্বক্ষণিক দেখভাল করছেন।
ফারদিন আজিম বলেন, ৩০ শে নভেম্বর নানু কে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। ওনাকে ৩ মাস সকল প্রকার ভারী কাজ থেকে বিরত এবং বাসায় রেস্ট করতে বলেছেন চিকিৎসক। কয়েক দিন তাকে কিছু খাওয়ানো হচ্ছে, টুকটাক কথাও বলতে পারছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তাকে বাসায় পাঠিয়েছেন চিকিৎসক ।
তিনি আরও জানান, বেশকিছু টেস্ট করা হয়েছে। সবগুলো টেস্টের রেজাল্ট আসার পর এবং তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসক পরামর্শ অনুযায়ী বাসায় হস্তান্তর করেছেন।
গত বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। এসময় হৃদরোগ বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডা. অশোক দত্তের অধীনে তার চিকিৎসা চলেছে।
ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রে মাত্র বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামের এক কিশোরী দর্শকের মন জয় করে নেন। পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে। তবে চলচ্চিত্র তার অভিষেক ঘটে ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। তিনি প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।